বাংলাদেশে নির্বাচন সেই অর্থে হয়েছে মাত্র গুটি কয়েক । আমি দুই অথবা তিনবার জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরেছি । শেষ ভোট দিই ২০১৮তে। খুশী মনে ভোট দিয়ে বাসায় ফিরে এসে টেলিভিশনের খবরে দেখলাম বেশীরভাগ ভোট কেন্দ্রে ভোট দিতে দেয়া হচ্ছে না । আমি যে কেন্দ্রের ভোটার ছিলাম সেখানেও ভোট গ্রহণ বন্ধ । ফলাফল বিরোধী রাজনৈতিক দলগুলো বর্জন করলেও সরকার কোনো তোয়াক্কা না করে, নতুন সরকার গঠন করে ফেলে । পরে জেনেছি, সেই নির্বাচনে রাতের বেলা সিল মেরে ব্যালট বাক্স বোঝাই করা হয়েছিল । নোয়াখালীর সুবর্ণ চরে সরকারি দলের মার্কায় ভোট না দেয়ার কারণে পাঁচ সন্তানের এক জননীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় । এ ধরনের অনেক ঘটনা সারা বাংলাদেশ জুড়ে ঘটেছিল । আহত ও নিহত হয়েছে অনেক বিরোধী দলীয় নেতা কর্মী । যার ফলশ্রুতিতে, সরকারের প্রতি সাধারণ মানুষের ঘৃণা গভীর হয় । ২০২৪ এর জুলাই মাসে সেটা বিস্ফোরণে রূপ নেয় ।